বইমেলার ২২তম দিনে নতুন বই ৪৭
দেখতে দেখতে প্রাণের বইমেলা প্রায় শেষের দিকে। অমর একুশে বইমেলার ২২তম দিন আজ। বৃহস্পতিবার মেলা শুরু হয় বেলা ১২টায় এবং চলে বিকেল ৫টা পর্যন্ত। আজ বইমেলায় নতুন বই এসেছে ৪৭টি।
আজ প্রকাশ হয়েছে আটটি গল্পের বই, উপন্যাস ছয়টি, প্রবন্ধের বই পাঁচটি। কবিতার বই ১৯টি। এ ছাড়া প্রকাশ পেয়েছে গবেষণা, ছড়া, জীবনী, মুক্তিযুদ্ধ, নাটকসহ বিভিন্ন বিষয়ের বই।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার অমর একুশে বইমেলার ২৩তম দিন। মেলা শুরু হবে যথারীতি বেলা ১২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।
করোনা মহামারির কারণে এবার একুশের বইমেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়, যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে।