পাকিস্তান ফুটবলকে নিষিদ্ধ করেছে ফিফা
সরকারের হস্তক্ষেপের কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) কার্যক্রম স্থগিত করেছে ফিফা। গতকাল বুধবার ফিফার ব্যুরো অব কাউন্সিল পাকিস্তান ফুটবলের সদস্যপদ স্থগিত করে।
ফিফা দাবি করেছে, তৃতীয় পক্ষ যেভাবে জোর করে দায়িত্ব নিয়েছে তা আইনের লঙ্ঘন। আর এ কারণেই পাকিস্তান ফুটবল ফেডারেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে ২০১৭ সালে সরকারের হস্তক্ষেপের কারণে ফিফা পাকিস্তানের সদস্যপদ স্থগিত করা হয়েছিল।
ফিফা ডটকমের খবরে জানা গেছে, ২০১৮ সালে পাকিস্তান ফুটবল পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে কর্মকর্তাদের নির্বাচিত করে সুপ্রিম কোর্ট, কিন্তু তা ফিফার স্বীকৃতি পায়নি। সম্প্রতি তারা হারুন মালিকের নেতৃত্বাধীন ফিফার নরমালাইজেশন কমিটির কাছ থেকে ফেডারেশনের নিয়ন্ত্রণ নেয়। এরপরই সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয় ফিফা। এর আগে ফিফা এক চিঠিতে পিএফএফকে সতর্ক করলেও পরিস্থিতির মোটেই পরিবর্তন হয়নি। যে কারণে ফিফার ব্যুরো অব কাউন্সিল পিএফএফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
এদিকে সরকারের হস্তক্ষেপের কারণে ফিফা আফ্রিকান দেশ চাদের ফুটবল এসোসিয়শনেরও কার্যক্রম স্থগিত করে।