খালেদা জিয়াসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় জাসাসের দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে আজ রোববার বাদ জোহর গুলিস্তান বঙ্গবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ জাসাস, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসুস্থ নেতাকর্মীদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সহসভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাহ মো. বিল্লাল হোসেন, সেমিনারবিষয়ক সম্পাদক বিল্লাল আহম্মেদ চৌধুরী, সহদপ্তর মিজানুর রহমান, শাহাবাগ থানা বিএনপির নেতা সামছুদ্দিন ভূঁইয়া, জাসাস ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক মো. আবদুল জব্বার, মিজান ভাণ্ডারী, জাসাস নেতা মীর হোসেন মিলন প্রমুখ।