ভৈরবে গাঁজাসহ আটক দম্পতির কারাদণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ আটক দম্পতিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লোচনপুরা গ্রামের বাসিন্দা মুক্তার মিয়া এবং মুক্তার মিয়ার স্ত্রী রুমা বেগম।
এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে ভৈরব বাজার নদীরপাড় নৌকাঘাট থেকে তিন কেজি গাঁজাসহ ওই দম্পতিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, ভৈরব বাজার নদীরপাড় নৌকাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই দম্পতি নৌকা থেকে নামার সময় সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় রুমার শরীরের সঙ্গে বিশেষ কায়দায় লাগানো তিন কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেওয়া হয়।