ম্যাচসেরা হয়ে তামিম অবাক!
৭৩ রানের দারুণ ইনিংস খেলেছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের ২৭৬ রানের ভালো সংগ্রহের পেছনে তাঁর বড় অবদান। তবু তামিম ভেবেছিলেন, পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের হাতেই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠবে। কিন্তু তা হয়নি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তামিম। সে জন্য ভীষণ অবাক এই বাঁহাতি ওপেনার।
বুধবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের সময় আমার নাম ঘোষণা হওয়ায় বেশ অবাক হয়েছি। আমি ভেবেছিলাম, মুস্তাফিজই এ পুরস্কার পাবে। সে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছে।’
মুস্তাফিজের প্রশংসা করে তামিম বলেন, ‘শুধু আজ নয়, গত তিনটি সিরিজে বাংলাদেশের সাফল্যে তার বিশাল অবদান। কোনো নতুন ব্যাটসম্যানের পক্ষে তার বল খেলা বেশ কঠিন। কারণ, তার বলে দারুণ বৈচিত্র্য। নেটে আমার বিপক্ষে সে কখনো কাটার করেনি। এ ব্যাপারে সে খুবই কুশলী। কারণ সামনেই বিপিএল!’
এমনিতে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি থাকলেও বুধবার স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হওয়া মেনে নিতে পারছেন না তামিম, ‘আমার মনে হয়, সিরিজের তিন ম্যাচেই আমি ভালো ব্যাটিং করেছি। আজ আরো বড় কিছু করার সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছি। তার পরও নিজের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট।’
ইমরুল কায়েসের সঙ্গে তাঁর জুটি নিয়ে তামিমের অভিমত, ‘উদ্বোধনী জুটিতে সবার সঙ্গে ব্যাট করা আমি উপভোগ করি। তবে ইমরুলের সঙ্গে টেস্ট-ওয়ানডে মিলে অনেক ম্যাচ খেলেছি। তাই আমাদের মধ্যে বোঝাপড়াও ভালো। আজ তো প্রথমবারের মতো ওয়ানডেতে শতরানের জুটিও গড়লাম ওর সঙ্গে।’