আস্থার প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ
আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে খুব একটা সাফল্য পাননি বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। গত সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভার বল করে পাননি কোনো উইকেট। আর খরচ করেছিলেন ৪৫ রান। সে তিনি দ্বিতীয় ম্যাচে নিজেকে ভালোভাবে চিনিয়েছেন।
রাজস্থান রয়্যালস আস্থা রাখায় এর প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ। আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন। চার ওভার বল করে দুই উইকেট কাটার-মাস্টার। আর ২৯ রান খরচ করেছেন।
প্রথম ওভারে মাত্র ১ রান খরচায় এক উইকেট পান মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরবর্তী দুই ওভারে ২০ রান খরচায় পান এক উইকেট।
মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে তাঁদের প্রতিপক্ষ দিল্লির ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৪৭ রানে। জয়দের উনাদকাট চার ওভার বল করে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন। আর ক্রিস মরিস নেন এক উইকেট।
আইপিএলে এর আগে দুটি দলে খেলেছিলেন মুস্তাফিজ। প্রথম আসরে খেলেছিলেন ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। পরের মৌসুমে একই দলের হয়েই খেলেন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন তিনি। মাঝখানে দুই মৌসুম খেলেননি।