বাগেরহাটে বিস্কুট কারখানায় আগুন, কর্মচারীর মৃত্যু
বাগেরহাট শহরের একটি বিস্কুট কারখানায় অগ্নিদগ্ধ হয়ে আজিম শেখ নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১ দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান বলেন, ‘অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আজিমের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে আজিমের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. শাহজাহান সিরাজ বলেন, ‘খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার শর্ট সার্কিট থেকে ভেতরে থাকা রান্না ঘরের কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার আশপাশে পানির সহজ উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনই তা বলা যাচ্ছে না। তবে মালিকপক্ষ ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।’