রিয়ালের শিরোপার স্বপ্নে বাধা হলো গেটাফে
প্রতিপক্ষ দলটি পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলগুলোর একটি। লা লিগায় গেটাফের অবস্থান ১৫তম। এই দলটির বিপক্ষেই কি না আটকে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
গতকাল রোববার রাতে লা লিগায় রিয়াল ও গেটাফের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রয়ে শিরোপার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে রিয়াল। যদিও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই আছে তারা। তাদের সংগ্রহ ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট। আর নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ ৫-০ গোলে এইবারকে হারিয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বার্সেলোনা ৬৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
আগের ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে এনেছিল রিয়াল। কিন্তু এদিনের ড্রয়ে আবার ব্যবধান ৩ পয়েন্ট বেড়ে গেছে।
রিয়াল অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামে। করিম বেনজেমা ও টনি ক্রুসকে বসিয়ে এবং আগের ম্যাচ থেকে সাতটি পরিবর্তন এনে একাদশ সাজান দলটির কোচ জিনেদিন জিদান।
তাই শুরুতেই ধাক্কা খায় রিয়াল। ভাগ্য ভালো গোল হজম করেননি। তবে প্রতিপক্ষ দলটি তাদের ভিত দারুণভাবে নাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ম্যাচ না হরলেও ড্র করে একটি পয়েন্ট ঝুলিতে পুরেছে রিয়াল।