সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারের রমজান আলী নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আসামি রমজান আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মিস্ত্রিপাড়া গ্রামের শের আলীর ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার আব্দুল বারেক জানান, জেলার শাহজাদপুর থানায় করা একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি রমজান আলীকে গত ১৮ মার্চ জেলহাজতে পাঠান আদালত। জেলহাজতে থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তাঁর বুকে ব্যথা শুরু হলে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে রমজান আলীর মৃত্যু হয়।
জেল সুপার বলেন, ‘ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’