পুরান ঢাকার বাবুবাজারে রাসায়নিকের গুদামে আগুন, নিহত বেড়ে ৪
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের কাছে হাজী মুসা ম্যানশন নামের একটি ছয়তলা ভবনের নিচ তলার রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে এক নারী মিলে মোট চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিনজনসহ ওই ভবনের ১৪ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে লাগা এই আগুন সকাল ৬টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় এনটিভি অনলানকে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান দুজন নিহতের তথ্য নিশ্চিত করেন। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এর আগে শুক্রবার সকাল ৭টায় এনটিভি অনলানকে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, ‘৩টা ১৮ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর পর্যায়ক্রমে সদর দপ্তর, সূত্রাপুর ও মোহাম্মদপুরসহ আশপাশের বেশ কয়েকটি স্টেশন থেকে মোট ২০টি ইউনিট পাঠানো হয়।’
মাহফুজ রিবেন বলেন, ‘ভবনের নিচতলায় রাসায়নিকের গোডাউন এবং দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে বলে আমরা শুনেছি। ভবনের ওপরে কিছু মানুষ আটকা পড়েছিল। আগুনে আহত ১৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এ ছাড়াও ফায়ার সার্ভিসের তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।’
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।