সিএমএম আদালতের চার বিচারকের করোনা শনাক্ত, দুজন করোনামুক্ত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের চার জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বিচারক এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন। তাঁরা হলেন ৯ নম্বর আদালতের বিচারক রাজেশ চৌধুরী এবং ৭ নম্বর আদালতের বিচারক শহিদুল ইসলাম।
আজ শনিবার সিএমএম আদালতের বিচারক রাজেশ চৌধুরীর বেঞ্চ সহকারী মোহাম্মদ জনি এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ৩০ মার্চ স্যার আদালতে কাজ শেষ করে বাসায় গিয়ে অসুস্থ বোধ করেন। এরপর করোনা পরীক্ষা করালে তা পজিটিভ আসে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নেন। সর্বশেষ গত ২২ এপ্রিল পুনরায় টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসে।’
এ নিয়ে সিএমএম আদালতের চারজন বিচারক করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে রাজেশ চৌধুরী ছাড়া অন্যরা হলেন—হাসিবুল হক, শহিদুল ইসলাম ও মাহমুদা আক্তার। বর্তমানে তাঁরা সবাই সুস্থ রয়েছেন এবং বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সিএমএম আদালতের বিচারকেরা শারীরিক ও ভার্চুয়ালি আদালতে কাজ করে যাচ্ছেন।