একটা প্রেম করার সময় হয় না : চমক
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এর পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। নাটকে তিনি পরিচিত ‘মারিয়া দ্য বিউটি কুইন’ নামে। অভিনেত্রী পরিচয়ের বাইরে চমক চিকিৎসক। এমবিবিএস কোর্স শেষ করেছেন ময়মনসিংহের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে।
নাটক ও উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন রুকাইয়া জাহান চমক। নিজের ক্যারিয়ার নিয়ে এনটিভি অনলাইনকে বলছিলেন, ‘আমি নাটক করছি, উপস্থাপনা করছি চারটি চ্যানেলে। একটি ওয়েব ফিল্মে কাজ করেছি। আমার ওয়েবের দিকে... অ্যাপসের জন্য কাজ করার ইচ্ছে আছে। কিছু অফ ট্র্যাক সিনেমার প্ল্যান করছি। কিছু স্ক্রিপ্ট পেয়েছি, একটা অফ ট্রাক সিনেমা কমপ্লিট (হায়দার) করেছি।’
‘হাউস নং ৯৬’ নাটকে চমকের একজন প্রেমিক থাকলেও সে পাত্তা পায় না। তাঁর ধারণা আশপাশের ছেলেরা তাঁকে পছন্দ করে। ব্যক্তিজীবনে চমক কেমন? এমন প্রশ্নে অভিনেত্রীর উত্তর, ‘ব্যক্তিগত জীবনে আমি অনেক ফ্লাট। আমি অনেক সাধারণ। ডাক্তারি পড়ার জন্য আমার লাইফটা অনেক বেশি অ্যান্টি-সোশ্যাল হয়ে গেছে... নাটকের মতো ব্যক্তিজীবনে আমার পেছনে অনেকেই ঘুরবে বা আমি অনেকগুলো প্রেম করব... আমার একটা প্রেম করার সময় হয় না। তো অনেকগুলো প্রেম করার প্রশ্নই আসে না।’
পুরো সাক্ষাৎকার দেখতে ক্লিক করুন :
ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় ‘হাউস নং ৯৬’ নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।