হেফাজত নেতা জুনায়েদ ১০ ও জালাল ৬ দিনের রিমান্ডে
রাজধানীর তিনটি মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী কামরুজ্জামান সুমন এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীবকে হাজির করে পল্টন থানার ৬০ (৩) ২১ ও ৮ (৪) ২১ এবং মতিঝিল থানার ১৪ (৫) ১৩ নম্বর মামলায় ১০ দিন করে ৩০ দিন এবং হেফাজত নেতা জালাল উদ্দিনকে মতিঝিল থানার মামলা নম্বর ১০ (৫) ১৩ ও পল্টনের ৬০ (৩) ২১ নম্বর মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জুনায়েদ আল হাবীবকে পল্টন থানার ৬০ (৩) ২১ মামলায় তিন দিন ও পল্টনের ৮ (৪) ২১ নম্বর মামলায় চার দিন এবং মতিঝিল থানার ১৪ (৫) ১৩ নম্বর মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া জালাল উদ্দিনের মতিঝিল থানার মামলা ১০ (৫) ১৩ নম্বর মামলায় তিন দিন এবং পল্টন থানার ৬০ (৩) ২১ নম্বর মামলায় তিনসহ মোট ছয় দিন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকা অবরোধ করেন। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।
এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এ সব মামলায় গত ১৭ এপ্রিল জুনায়েদ আল হাবীব ও জালাল উদ্দিনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।