মানিকগঞ্জে বোরো ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মানিকগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার রহমতপুরে কৃষক মুরাদ হোসেন সেলিমের জমিতে ধান কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় পৌর মেয়র মো. রমজান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আবু বকর সিদ্দিক খান তুষার, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘এবার জেলায় ৪৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ৬০০ হেক্টের বেশি জমিতে আবাদ হযেছে। এতে তিন লাখ ৩৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে।’
কৃষক মুরাদ হোসেন সেলিম বলেন, ‘বোরো ধানের পাশাপাশি তিনি দুই বিঘা জমিতে বেগুনি ও কালো জাতের বঙ্গবন্ধু ধানের আবাদ করেছেন। ফলন কিছুটা কম হলেও ওই ধানের চালে রয়েছে পুষ্টিগুণসহ নানা উপকারিতা। তার এই ধান দেখে অন্য কৃষকরা আগামীতে এই জাতের ধান চাষে আগ্রহী হচ্ছে।’