কমলগঞ্জে তিন কৃষকের ধান কেটে দিল যুবলীগের নেতাকর্মীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের তিন কৃষকের প্রায় দেড় একর জমির ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তারা এই কার্যক্রম করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন।
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের কারি ফজলুল হক, আ. রশিদ, অপু মিয়ার এক একর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা যুবলীগের নেতারা। যুবলীগের এমন সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক কারি ফজলুল হকসহ অন্য দুই কৃষক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, শায়েখ আহমদ, স্থানীয় নারী সদস্য রেহেনা বেগম, সাবেক ইউপি সদস্য আবু বক্কর, লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।
যুবলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেওয়ায় লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, কৃষক আব্দুর রশিদ, অপু মিয়া, কারি ফজলুল হক জানান, ধান কাটার উপযুক্ত সময় হলেও লকডাউনের কারণে শ্রমিক সংকটে পড়েন তারা। এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি বেশি হওয়াতে ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় ক্ষতির শঙ্কায় ছিলেন। মাত্র দেড় ঘণ্টার মধ্যে ওই তিন কৃষকের জমির সব ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘লকডাউনে শ্রমিক ও অর্থ সংকটের কারণে তিন কৃষক তাঁদের প্রায় দেড় একর জমির পাকা ধান কাটতে পারছিলেন না। এ খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা যুবলীগের প্রায় অর্ধ শত নেতাকর্মীদের নিয়ে আমরা সেখানে যাই। আমরা ওই তিন কৃষকের প্রায় এক একর জমির ধান কেটে দেই। তাছাড়া ধান কাটা শেষ হলে আমরা সবাই মাথায় করে ট্রাকে তুলে ধান পৌঁছে দেই।’
পৌর মেয়র আরও বলেন, ‘করোনার এই দুর্যোগকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশেই আমরা উপজেলা যুবলীগ উপজেলার বিভিন্ন স্থানে ধান কাটার কর্মসূচি শুরু করি। ধান কাটার কার্যক্রম যুবলীগের অব্যাহত থাকবে।’
এর আগে যুবলীগের নেতাকর্মীরা কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুর গ্রামের তিন কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছেন।