নাটোরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও কর্মহীনদের সহায়তা
নাটোরে করোনায় কর্মহীন ও অর্থনৈতিক সংকটে থাকা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার একই দিনে জেলার ভিন্ন দুটি স্থানে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন দুই সংসদ সদস্য।
আজ দুপুরে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রায় ৩০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় জেলা প্রশাসক মোহম্মদ শাহ রিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা উপস্থিত ছিলেন।
একই সময় নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন নাটোর-নওগাঁ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।