গাজীপুরে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় ওষুধ কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ব্যক্তির নাম কৃষ্ণ কুমার দাস (৩২)। তিনি মানিকগঞ্জের শিবালয় থানার বীর বাসাইল গ্রামের বাসিন্দা এবং হেল্থ কেয়ার ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কোম্পানির কর্মকর্তা ছিলেন।
জিএমপির সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, আজ সকালের দিকে কৃষ্ণ কুমার দাস জয়দেবপুর চৌরাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে রাজেন্দ্রপুর যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী বাজার জামে মসজিদের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ কুমার দাস মারা যান। দুর্ঘটনার পর পরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান।
এসআই আরিফ আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।