নাটোরের বাজারে মৌসুমি ফল লিচু
নাটোরের বাজারে উঠেছে মৌসুমি রসালো ফল লিচু। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে শহরের নিমতলা মোড় ও স্টেশন বাজারের ফলের দোকানগুলোতে আসতে থাকে লিচু। এ সময় নতুন ফল দেখে আগ্রহ তৈরি হয় ক্রেতাদের মধ্যেও।
তবে পুরোপুরি পরিপক্ব না হতেই মোজাফফর জাতের এসব লিচু বিক্রির জন্য আনা হচ্ছে বাজারে। আগেভাগে লিচুগুলো বাজারে আনা হলেও দাম বেশ সস্তা।
ক্রেতা-বিক্রেতারা জানান, প্রতি পিস লিচু বিক্রি হচ্ছে দুই টাকা করে। অর্থাৎ ২০০ টাকায় মিলছে ১০০ লিচু।
এবার নাটোর জেলার ৯৮২ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকায় এখানকার লিচুর ফলন আশানুরূপ হয়নি বলে জানান লিচু চাষিরা।