পরীক্ষামূলকভাবে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী বছর এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন না করা হলে, সংশ্লিষ্ট নম্বর বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে অপারেটরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজ পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্বোধনীতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে জাতীয় পরিচয়পত্র সার্ভার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে মোবাইল অপারেটরদের। পুরোনো নম্বরের যাঁরা এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদের আঙুলের ছাপ পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর এই নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) পক্ষ থেকে জানানো হয়, বায়োমেট্রিক পদ্ধতি সিম নিবন্ধনের প্রক্রিয়া সংস্থাটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।
বিটিআরসি জানিয়েছে, পুরোনো নম্বরের মধ্যে, যাদের মোবাইলে এখনো নিবন্ধনের জন্য কোনো এসএমএস আসেনি, তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে বলেই ধরে নিতে হবে। তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণের প্রয়োজন নেই।