ভারতকে সহায়তায় ৪ কোটি টাকা দিলেন প্রিয়াঙ্কা-নিকের ভক্তরা
ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে করোনা রোগীর উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়াচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।
ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের খবর, সম্প্রতি কোভিড-আক্রান্তদের সাহায্যার্থে ভক্তদের অনুদান দেওয়ার আহ্বান জানান বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও তাঁর স্বামী নিক জোনাস। সেই আহ্বানে সাড়া দিয়েছেন ভক্তরা। এরই মধ্যে চার কোটি টাকার বেশি জমা পড়েছে সেই তহবিলে। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ দম্পতি।
কয়েক দিন আগে নিজের স্বেচ্ছাসেবী সংস্থা কেভিএন ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাই ও বেঙ্গালুরুতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা কার্যক্রম শুরু করেন বলিউড তারকা সুনীল শেঠি।
এ ছাড়া অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, অজয় দেবগন, সালমান খান, সুনীল শেঠি, সোনু সুদসহ বলিউডের অনেক তারকাই ভারতের এই করোনা-সংকটকালে সাহায্যের হাত বাড়িয়েছেন।