বিএনপি শুধু টিভির পর্দায় আছে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তাঁরা নেই। তাঁরা শুধু টিভির পর্দাতেই আছেন। বিএনপির নেতারা নিজেরা কোনো কাজ করেন না; শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ। তাই বিএনপি হচ্ছে ‘ভুল ধরা পার্টি’।
আজ শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এন এন কে ফাউন্ডেশনের উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কথা বলেন।
ড. হাছান বলেন, ‘মাঝে মধ্যে বিএনপির ঢাকা শহরে প্রেসক্লাবের সামনে, সংবাদ সম্মেলন করার জন্যে নয়াপল্টনে অথবা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তাঁরা। এ ছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
‘আমরা যে কাজ করছি, সেটাতে কোনো ভুল আছে কি না, শুধু সেটাই তাঁরা খুঁজে বেড়ান। নিজেরা কোনো কাজ করেন না। তাই আমি তাদের নাম দিয়েছি, ভুল ধরা পার্টি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এই ধরনের ভুল ধরা পার্টি রাঙ্গুনিয়ায়ও আছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে না, ভোটের সময় দেখা যাবে। তখন তাদের জিজ্ঞেস করতে হবে, এতদিন তাঁরা কোথায় ছিলেন?’
করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেকে সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে এক কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল। এর বাইরেও অনেকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছিল বলে জানান জানান ড. হাছান। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও মেহনতি মানুষের দল আওয়ামী লীগ গরিব মানুষের পাশে আছে, ত্রাণ দিচ্ছে, কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।
এন এন কে ফাউন্ডেশনের সমন্বয়কারী আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও এমরুল করিম রাশেদের সঞ্চালনয়ায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও মাসুদুর রহমান, মেয়র শাহজাহান সিকদার প্রমুখ।