চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। আজ রোববার আন্দোলনকারী ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ও প্রশাসনের সঙ্গে যৌথ সভা হয়। সভা শেষে এ সিন্ধান্তের কথা জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।
গত বুধবার থেকে পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে টানা কর্মবিরতি পালন করে আসছে ইন্টার্ন ডক্টরস অ্যসোসিয়েশন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজকের সভায় হাসপাতালের পরিচালক, কলেজের অধ্যক্ষ, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি, পুলিশ প্রশাসন অংশ নেয়। সভায় প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে হাসপাতালের উপপরিচালকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বহিরাগতদের যেকোনো উসকানি কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। চমেক হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করার সিদ্ধান্তও নেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকরা পরিচয়পত্র বহন করবেন। ডা. মিজান হোস্টেলে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন।
গত মঙ্গলবার রাতে চমেক হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহিরাগতদের হামলা ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইন্টার্ন ডক্টরস অ্যসোসিয়েশনের আহ্বায়ক ওসমান গনি, চমেক ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম উদ্দীন রানা, ছাত্রনেতা তৌফিকুর রহমানসহ পাঁচজন আহত হন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার এ ঘটনা ঘটে।