সালাম মুর্শেদীর রেকর্ড ভাঙার হাতছানি
পথটা এখনো অনেক দূর। ৩৯ বছর আগে ঢাকার ফুটবলে সালাম মুর্শেদীর করা অনন্য কীর্তি ভাঙার পথে হাঁটছেন বসুন্ধরা কিংসের দুই স্ট্রাইকার রবিনিয়ো রবসন ও রাউল বেসারা। আর্জেন্টিনা আর ব্রাজিলের এই দুই ফুটবলার ১৩ ম্যাচে গোল করেছেন সমান ১৩টি করে। সালামের ২৭ গোলের রেকর্ড ভাঙতে হলে তাঁদের করতে হবে আরও ১৫টি গোল। সে পথেই হাটছেন তারা। তাঁদের গোল বা রেকর্ড নয়, তাঁরা চান দলের সাফল্য।
১৯৮২ সালে সালাম মুশের্দী ঢাকার ফুটবলে এক লিগে ২৭ গোল করে দেশের ফুটবলে রেকর্ড গড়েছিলেন। সেই গোলের রেকর্ড গত ৩৯ বছরে কেউই ভাঙতে পারেননি। সুযোগ পেয়েছিলেন ঢাকা মোহামেডানে খেলতে আসা বিদেশি স্ট্রাইকার রহিমভ ও ইরানের ভিজেন তাহিরি ও শেখ জামালের ওয়েডসনের। তখন তাঁরা কেউ পারেননি।
দীর্ঘ পরিক্রমায় বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। এখন ঢাকার ফুটবলে বিশ্বমানের ফুটবলারদের আনাগোনা আছে। ২০২০-২০২১ এই মৌসুমে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন ব্রাজিলে রবিনিয়ো রবসন ও আর্জেন্টিনার রাউল বেসেরা। এই দুই ল্যাতিন ফুটবলারের নৈপুণ্যে একের পর এক সাফল্য ঘরে তুলেছে বসুন্ধরা কিংস।
ঢাকার ফুটবলে আসা বিদেশিদের তালিকায় রবিনিয়ো রবসনই সেরা। লিগের ১৩ ম্যাচে তাঁর পা থেকে এসছে ১৩ গোল।
পিছিয়ে নেই দলটির আর্জেন্টাইন তারকা রাউল বেসেরাও। স্ট্রাইকার হিসাবে সমান ১৩ গোল করে রবসনের সঙ্গে এগুচ্ছেন তিনি। এই দুই ল্যাতিনের সামনে এখন সালামের সেই রেকর্ড ভাঙার হাতছানি।
নিজেদের চেনা পথে হাটলে হয়তো এই রেকর্ড ভাঙতে পারবেন তাঁরা। কিন্তু তারা চান না ব্যক্তিগত সাফল্য, তাঁরা চান দলের সাফল্য।