সুন্দরবনে ফের অগ্নিকাণ্ড
পূর্ব সুন্দরবনের দাসের ভারানী এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরের দিকে দাসের ভারানী টহল ফাঁড়ি সংলগ্ন ২৫ নম্বর কম্পার্টমেন্ট এলাকার বনে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনবিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা।
এদিকে, আগুন দ্রুত যাতে বনের আশপাশে ছড়িয়ে না যায় সেজন্য অগ্নিকাণ্ডের জায়গার চারপাশে ফায়ার লাইন কেটে সেখানে পানি ভরে দেওয়ার কাজ চলছে।
বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
খবর পেয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে পৌঁছেছেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ি সংলগ্ন ২৭ নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লেগে পুড়ে যায় প্রায় পাঁচ শতাংশ বনের গাছপালা ও গুল্মলতাপাতা।
বনবিভাগের তথ্য মতে, সুন্দরবনে ১৫ বছরে ২৮ বার আগুন লেগে পুড়ে যায় প্রায় ৮০ একর বনভূমি। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আব্দুল্লাহর ছিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।