খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন : ডা. জাহিদ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আজ সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট রোডে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আজ ভোরের দিকে শ্বাসকষ্ট অনুভব করেন। তখন চিকিৎসকেরা উনাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষা করে উনাকে সিসিইউতে স্থানান্তর করেন। সেখানে উনি চিকিৎসাধীন আছেন।’
ডা. জাহিদ বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উনার (খালেদা জিয়া) আশু সুস্থতার জন্য দোয়া কামনা করছি।’
‘মানুষের যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে শ্বাসকষ্ট হতে পারে। খালেদা জিয়ার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখানকার চিকিৎসকেরা কালেক্টিভলি করছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড উনার পরীক্ষা-নিরীক্ষা করছে। পরীক্ষা-নিরীক্ষা করার পর সেগুলো পর্যালোচনা করে দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।’ যোগ করেন ডা. জাহিদ।
খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন কিনা জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘করোনারি কেয়ার ইউনিটে যখন থাকে তখন সেটা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসই নেয় রোগী। ম্যাডাম স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসই নিচ্ছেন।’
এখন কি অবস্থা জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘আর এখানে আপনাদের এর বেশি কিছু বলতে পারছি না। এটুকু বলি আমি কয়েক মিনিট আগে উনার কাছে গিয়েছি, উনার সঙ্গে কথা বলেছি।’
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিল কিন্তু ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।