দৃশ্যমান আগুন নেই, তবু ধোঁয়া দেখা যাচ্ছে সুন্দরবনে
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে বনবিভাগ বলছে, ভয়ের কিছু নেই, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার লাইনের বাহিরে আগুনে যেতে পারেনি। ধোঁয়া দেখা যাচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে থাকা এলাকাতেই।
বনবিভাগ জানায়, গত সোমবার দুপুরে আগুন লাগার পর টানা ৩০ ঘণ্টার পর গতকাল বিকেলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর আজ বুধবার সকালে ওই এলাকার দুএক জায়গা ধোঁয়া উড়তে দেখা যায়। এজন্য আবারও সেখানে কাজ শুরু করে বনবিভাগ ও ফায়ার সার্ভিস। আজ বুধবার দুপুরের দিকে দুই থেকে তিনটি স্থানে ধোঁয়া দেখা গেলে সেখানে গিয়ে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দেখেন ঘাস ও লতাপাতায় কিছু আগুন জ্বলছে।
বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এখন কয়েকটি জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে। এরপর সেখানে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। তবে কোথাও দৃশ্যমান আগুন দেখা যাচ্ছে না। যাও রয়েছে তা মাটির সঙ্গে মিশে থাকা লতাপাতায় তুষের আগুনের মতো জ্বলছে। মূলত পানি দিয়ে সব জায়গাই ভিজিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মাটির উপর লতাপাতা পুরু স্তর রয়েছে। পানি দিলে তা নিচের মাটি পর্যন্ত পৌঁছাচ্ছে না। যার ফলে মাটিঘেঁষা শুকনা লতাপাতায় তুষের আগুনের মতো নিচের দিকে ছড়াচ্ছে। এ কারণেই বিভিন্ন জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে। তারপরও পর্যাপ্ত পানি ছিটানো হচ্ছে।
আজ সন্ধ্যার মধ্যে অদৃশ্য এ আগুনের অস্তিত্ব ধ্বংস করা সম্ভব হবে বলে জানিয়েছেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন।