কিশোরগঞ্জে জাল ডলার ও সরঞ্জামসহ একজন আটক
কিশোরগঞ্জের সদরের কালটিয়া বাজার থেকে বিপুল জাল ডলার ও মুদ্রণের সরঞ্জামসহ এ এস এম মোনায়েম নামের একজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার কালটিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত এ এস এম মোনায়েম জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল রাত দেড়টার দিকে মোনায়েমকে আটকের পর তার কাছ থেকে ৭০ হাজার জাল ডলার, ল্যাপটপ ও প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, জাল ডলার চক্রের মূল হোতা মোনায়েম কালটিয়া বাজারে নিজ দোকানে ডলার প্রিন্ট দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।