সিরাজগঞ্জে ইটের চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৫
সিরাজগঞ্জ সদর উপজেলার একটি ইটভাটার চিমনির ইটের খামালের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়ায় সোনালি ব্রিকস ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইটভাটা শ্রমিক শহিদুল ইসলাম (৫৬) সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। আহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন একই ইউনিয়নের চকমিরাখোর গ্রামের আ. সালাম, আবুল হোসেন ও আ. হাকিম।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি জানান, আজ বেলা সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া এলাকায় সোনালি ব্রিকস ফিল্ড ইটভাটার চিমনিতে পোড়ানো ইট সরানোর কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকা একটি ইটের সারি ধসে পড়লে চাপা পড়ে তিন শ্রমিক। এ সময় অন্যান্য শ্রমিকেরা দ্রুত ধসে পড়া খামালের ইট সরিয়ে আ. সালাম, আবুল হোসেন নামের দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ও শহিদুল ইসলামকে মৃত উদ্ধার করে।
ওসি বাহাউদ্দিন ফারুকি আরও জানায়, উদ্ধারের পর গুরুতর আহত ওই দুজনসহ মোট পাঁচজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।