হোশি কুনিও হত্যাকাণ্ডে আটক ৩ জন অস্ত্র মামলায় রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আটক জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিনজনকে অস্ত্র মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত নূর মোহাম্মদ শাহরিয়ার কবির তিনজনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে তিন আসামি রংপুরের রাজীব হোসেন সুমন, কাজল চন্দ্র বর্মণ ও নওশাদ হোসেন রুবেলকে পুলিশের নিরাপত্তায় মুখ্য বিচারিক হাকিম আদালতে নিয়ে আসা হয়। আদালতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় পুলিশের করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাতনাইল ও বিদিরপুর থেকে পৃথক দুটি অভিযানে র্যাব অস্ত্রসহ তিনজনকে আটক করে। শুক্রবার সদর থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করে র্যাব।
তিনজন আটকের পর র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, রংপুরে হোশি কুনিও হত্যার পর থেকে তারা চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল।