২৬ বছরে প্রথম সিডনিতে অ্যাশেজের ফাইনাল হবে না
এ বছরের শেষ দিকে মাঠে গড়াতে পারে অ্যাশেজ। ৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা সিরিজটি। সিডনির পরিবর্তে ফাইনাল টেস্ট হতে পারে পার্থে।
করোনার কারণে গত বছর থেকেই সারা বিশ্বে খেলার সূচি এলোমেলো হয়ে যায়। ফক্স স্পোর্টসের খবরে জানা গেছে, আগামী বছর ১৪ জানুয়ারি পার্থে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পঞ্চম ও ফাইনাল টেস্ট হতে পারে। ২৬ বছরে এই প্রথম সিডনিতে অ্যাশেজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে না।
প্রথম টেস্ট হওয়ার কথা ব্রিসবেনে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট দিবা-রাত্রির হবে। মেলবোর্ন এবং সিডনিতে তৃতীয় এবং চতুর্থ টেস্ট হওয়ার কথা রয়েছে। আর শেষ টেস্ট পার্থে হবে।
অ্যাশেজের প্রস্তুতি হিসেবে নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
২০১৯ সালে অ্যাশেজের শেষ টেস্টে ইংল্যান্ড ১৩৫ রানে জিতেছিল। সেই জয়ের ফলে সিরিজের ফল ২-২ ড্র হয়ে যায়। ৪৭ বছরে এই প্রথম অ্যাসেজ অমীমাংসিতভাবে শেষ হয়। এর আগে ১৯৭২ সালে শেষবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজের ফল ড্র হয়েছিল।