ফাঁসি কার্যকরে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ খারিজ করে সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন আদালত। ফাঁসি কার্যকরে বাধা ছিল শুধু রিভিউ। এ রিভিউ আবেদন খারিজ হওয়ায় সরকার চাইলে যেকোনো সময় তাঁদের ফাঁসি কার্যকর করতে পারবে।
সর্বোচ্চ আদালত সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
রিভিউ আবেদনের ওপর দেওয়া রায়ের লিখিত কপি কারাগারে পৌঁছানোর প্রয়োজন আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, মৃত্যুদণ্ডের পরোয়ানা আগেই কারাগারে পৌঁছেছে। রিভিউ করায় সেটি পেন্ডিং (ঝুলে) ছিল। এখন রিভিউ খারিজ হওয়ায় রায় যেকোনো সময় কার্যকর করা যাবে।
সাকা চৌধুরীর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁর অপরাধ এতই জঘন্য ছিল যে তিনি যদি ছাড়া পেতেন, তাহলে দেশের মানুষ অস্বস্তিতে পড়ত। সাধারণ মানুষও হতাশ হয়ে পড়ত।
মুজাহিদের বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘বুদ্ধিজীবী হত্যায় আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি বহাল থাকায় আমরা সন্তোষ প্রকাশ করছি। এতে বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।’ এ সময় তিনি আরো বলেন, ‘এতজন বুদ্ধিজীবীকে মারা হলো। তাঁদের বিনিময়ে অন্তত একজনকে শাস্তি দেওয়ার সুযোগ হয়েছে। এ জন্য আমরা হ্যাপি।’