আমরা মামলা করব : রোজিনার স্বামী
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে তাঁর পরিবার।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘মামলা করব। একজন নারী সাংবাদিক। একজন নারীকে এভাবে হেনস্তা করতে পারে না। সে যদি কোনো অন্যায় করে সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করবে। কিন্তু তাঁকে ছয় থেকে সাড়ে ছয় ঘণ্টা আটকে রেখেছে।’
মনিরুল ইসলাম মিঠু আরও বলেন, ‘সহকারী সচিব জাকিয়া পারভীন, অতিরিক্ত সচিব জেবুন্নেছা কাজী ও পুলিশ কনস্টেবল মিজানসহ আরও বেশ কয়েকজন মিলে নির্যাতন করেছে। ভিডিও ফুটেজে আছে, গলা চেপে ধরেছে।’
সরকারি নথিপত্র চুরির অভিযোগে গতকাল সোমবার রাতে শাহবাগ থানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট-১৯২৩-এর মামলায় আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
রোজিনার বিরুদ্ধে করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে যান রোজিনা ইসলাম। এ সময় তিনি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের কক্ষে গিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নেন এবং মোবাইল ফোনে ছবি তোলেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁর শরীর তল্লাশি করে সেইসব নথিপত্র উদ্ধার করেন।
এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সকাল ১১টার সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সচিবালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বিএসআরএফ। সাংবাদিক রোজিনা ইসলামও এই সংগঠনের সদস্য। সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ আজ সকালে এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘পরবর্তীতে কর্মসূচি কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে ঘোষণা করা হবে।’