সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের
নাটোরে বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে নুরজাহান নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাঁর চার বছরের শিশুকন্যাকে ছুড়ে ফেলে দেওয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পায় শিশুটি। আজ মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহানের স্বামী মিলন উদ্দিন জানান, আজ সকাল ৭টার দিকে পরিবারসহ মিলন উপজেলার গড়মাটি এলাকায় তাঁর জমিতে ঢেড়স উঠাতে যাচ্ছিলেন। ছেলেসহ তিনি রাস্তা পার হতে পারলেও শিশুকন্যা জান্নাতুলকে নিয়ে স্ত্রী রাস্তার অপর পাশে থেকে যান। হঠাৎ পাবনাগামী আলুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নুরজাহানের দিকে ছুটে যেতে দেখে তিনি তাঁর কোলে থাকা শিশুকন্যাকে ছুড়ে ফেলে দিতেই ট্রাকটি তাঁকে চাপা দিয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন নুরজাহান।
বিনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ট্রাকচাপায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।