গোপালগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
গোপালগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে পাঁচ বখাটেকে আসামি করে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে ওই ছাত্রী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে ধর্ষণ ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) নব কুমার ঘোষ মামলার বরাত দিয়ে বলেন, ‘ওই শিক্ষার্থী গত শনিবার আত্মীয়ের সঙ্গে পূজায় যায়। গভীর রাতে তারা পূজা থেকে ফিরছিল। এ সময় ওই ছাত্রী চলতে চলতে তার আত্মীয়ের পেছনে পড়ে যায়। এ সুযোগে একই এলাকার যুবক কল্লোল কীর্ত্তনীয়ার নেতৃত্বে পাঁচ বখাটে তাঁকে ফুসলিয়ে একটি স্কুলের পাশের চরে নিয়ে যান। তারপর সেখানে তারা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে হয়ে গতকাল সোমবার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।’
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘জবানবন্দী দেওয়ার সময় মেয়েটি পাঁচ ধর্ষকের নাম বলেছে এবং ধর্ষণ ঘটনার বর্ণনা দিয়েছে। মামলার সার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’