রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের বিক্ষোভ
দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও তাঁর মুক্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, খুলনা, কুড়িগ্রাম, সাতক্ষীরা, মেহেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, বরগুনা, পাবনা, রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।
আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। আজ সকালে প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা এসব কর্মসূচি পালন করে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মো. আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি শহিদুল আলম বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন।
মহব্বত হোসেন, টাঙ্গাইল
আজ দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান ও অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, কাজী তাজউদ্দিন রিপন, সোহেল তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের দুর্নীতির অনেক প্রতিবেদন করেছেন। তাঁর মতো একজন দায়িত্বশীল সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হোক।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম
আজ দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলার গণমাধ্যমকর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সফি খান, শফিকুল ইসলাম প্রমুখ।
মুহাম্মদ আবু তয়ৈব, খুলনা
আজ বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে জেলার কর্মরত ‘পেশাদার সাংবাদিকবৃন্দ’ এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা আবু হেনা মোস্তফা কামাল, মাহমুদুর রহমান মুন্না, মামুন রোজা।
নেতরা দ্রুত রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন।
নাসির আহমেদ, গাজীপুর
মুখে কালো মাস্ক পড়ে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। আজ বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. ফজলে মমিন আকন্দের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক রাতুল মণ্ডলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, প্রথম আলোর প্রতিনিধি সাদেক মৃধা, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজিবুল হাসান, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
সাংবাদিক রোজিনা ইমলামকে পাঁচ ঘণ্টা আটকে রেখে পুলিশে সোপর্দ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার সাংবাদিক সমাজ। আজ সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে সাংবাদিকরা এই প্রতিবাদ জানান।
এ সময় মামলা প্রত্যাহার করে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, বর্তমান সভাপতি মমতাজ আহমেদ, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্মসম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ, মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে প্রতিবাদসভা করেছেন মেহেরপুরের গাংনী প্রেসক্লাব। আজ দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজা, রাশেদুজ্জামান ও মাজেদুল হক মানিকসহ সাংবাদিকরা।
ভজন দাস, নেত্রকোনা
আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়ায় পৌরসভার সামনে সড়কে জেলা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মোখলেছুর রহমান খান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ভজন দাস, সাবেক সম্পাদক আনিসুর রহমান, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সাংবাদিক সঞ্জয় সরকার, কামাল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তীসহ আরও অনেকে।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
আজ সকালে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহসভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, খেলাঘর সুনামগঞ্জ আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, সমাজকর্মী নাসিম চৌধুরী প্রমুখ।
সোহেল হাফিজ, বরগুনা
আজ দুপুর ১২টার দিকে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জাফর হোসেনের উপস্থাপনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা পাবলিক পলিসি ফোরামের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মো. সালেহ, উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, জেলা মুক্তিযোদ্ধা সন্তানদের মুখপাত্র আরিফুর রহমান মারুফ প্রমুখ।
এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারেরও দাবি জানায়।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
জেলার গোমস্তাপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম। মানববন্ধনে সংহতি জানিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাংস্কৃতিক সংগঠক সাদেকুল ইসলাম, সেরাজুল ইসলাম।
এবিএম ফজলুর রহমান, পাবনা
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে পাবনা প্রেসক্লাব। আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আগামীকাল বুধবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং আগামী বৃহস্পতিবার ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাবী মাহবুব মোর্শেদ, একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান, বাংলাদেশ টুডে স্টাফ রির্পোটার আব্দুল হামিদ খান প্রমুখ।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় পাবনা প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সভাপতি রুমী খন্দকার, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য এস এম আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডেইলি স্টারের আহমেদ হুমায়ুন কবির তপু, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক করতোয়া প্রতিনিধি ইয়াদ আলী মৃধা পাভেল, এটিএন নিউজের রিজভী জয়, ডিবিসি নিউজের মির্জা পার্থ হাসান, একাত্তর টিভির মোস্তাফিজ রাসেল, গাজী টিভির ইমরোজ খন্দকার বাপ্পী, এশিয়ান টিভির শফিক আল কামাল।
ফজলে এলাহী, রাঙামাটি
আজ সকালের দিকে রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সাংবাদিকরা।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, ফাতেমা জান্নাত মুমু, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।
মানববন্ধন থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি এবং এই ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি জানানো হয়।