ফাঁসি হলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে : ইমরান
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে।
আজ বুধবার দুপুরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী জামায়াত নেতা আ্লী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের প্রতিক্রিয়ায় এ কথা বলেন ডা. ইমরান এইচ সরকার।
ইমরান আরো বলেন, ‘এ যুদ্ধাপরাধীরা যখনই কালক্ষেপণ হচ্ছে তখনই নানাভাবে জঙ্গিবাদিতার মধ্য দিয়ে তাদের অঢেল অর্থ দেশবিরোধী কাজে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযোগ রয়েছে। যদি কালক্ষেপণের কারণে এ ধরনের নাশকতা তৈরির সুযোগ সৃষ্টি হয় তাহলে কালক্ষেপণের এ বিষয়টিতে সচেতন হতে হবে। যদি দ্রুতগতিতে এদের বিচার নিষ্পত্তি করা যায়, তবে আমি মনে করি যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরের নাশকতা করার যে অপচেষ্টা সেটাও রুখে দেওয়া সম্ভব।’
রায়ে সন্তোষ প্রকাশ করে ইমরান বলেন, এই রায় কার্যকর করার মধ্য দিয়ে ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, দেশ হবে কলঙ্কমুক্ত। তিনি বলেন, ‘এ দুটি রায়ের ক্ষেত্রে একটা দীর্ঘ সময় লেগেছে। পুরো মামলাটি নিষ্পত্তি হতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রিভিউ পর্যন্ত একটা দীর্ঘ সময়, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ২০১৩ সালে। এরপরও আড়াই বছরের কাছাকাছি সময় লেগেছে শুধু আপিল বিভাগে এ দুটি বিষয় নিষ্পত্তি হতে। অন্য বিচারগুলো যাতে এ দীর্ঘসূত্রতার মধ্যে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।’
গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র বলেন, ‘যাদের বিচারিক কার্যক্রম চলছে তাদের বিচারিক কার্যক্রমেও যাতে কালক্ষেপণ না হয়, বিচার কার্যক্রম যাতে দ্রুতগতিতে হয় এবং এ অপরাধীদের যাতে দ্রুত প্রাপ্য শাস্তি দিতে পারি সে বিষয়ে নিশ্চই সবাই সজাগ থাকবেন।’
এর আগে সকালে শাহবাগে সমবেত হয়ে স্লোগান দেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছলি বের করেন তাঁরা। মিছিলটি টিএসসি মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।