আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন মুস্তাফিজ
আইপিএল থেকে ফেরার পর বেশ কয়েকদিন কোয়ারেন্টিনে ছিলেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবারই অনুশীলনে যোগ দিয়েছেন কাটার-মাস্টার। লম্বা সময় কোয়ারেন্টিনে থাকার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে খুব একটা প্রস্তুতি নিতে পারেননি। তাই বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
আইপিএল স্থগিত হওয়ায় গত ৬ মে দেশে ফিরেন সাকিব ও মুস্তাফিজ। দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাঁদের। অবশ্য ২০ মে তাঁদের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দুই দিন আগেই অনুশীলনে ফিরেছেন তারা।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুস্তাফিজ বলেন, ‘গত ২৫ দিনের মধ্যে কেবল একদিন প্র্যাকটিস করেছি। বৃষ্টির কারণে কাল তো প্র্যাকটিস করতে পারিনি। আজ করলাম, আরও দুদিন সময় পাব। আল্লাহর ওপর ছেড়ে দিলাম, দেখি চেষ্টা করে, কী হয়।’
বাংলাদেশি তারকা আরও বলেন, ‘প্রস্তুতির ঘাটতি অনেক। দ্রুত যেন ম্যাচের ফিটনেসে আসতে পারি কোচ তেমনই পরামর্শ দিয়েছেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোট নয়। আমার মনে হয়, দুই দল সমান। তবে আমাদের দেশে আমরা বেশি ম্যাচ জিতেছি, তাই আমরাই এগিয়ে থাকব।’
ঘরের মাঠে সর্বশেষ দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার লঙ্কানদের বিপক্ষে কেমন করে সেটাই এখন দেখার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গত রোববার ঢাকায় পৌঁছে দলটি। তারা এখন কোয়ারেন্টিনে।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে তারা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট।
সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।