সাগরে মাছ ধরা বন্ধ, ধরা যাবে সুন্দরবনের নদী-খালে
প্রজনন ও বংশ বিস্তারের লক্ষ্যে বঙ্গোপসাগরে আজ ২০ জুলাই থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সোনালি ইলিশসহ সব প্রজাতির মাছ ধরা বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সুন্দরবনের নদ-নদী ও খাল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।
এদিকে, সমুদ্রগামী জেলেরা ট্রলার ও জালসহ মাছ ধরার সব সরঞ্জামাদি নিয়ে নিষেধাজ্ঞা শুরুর আগেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে।
জাতীয় মৎস্যজীবী সমিতির মোংলা উপজেলা শাখার সভাপতি বিদ্যুৎ মণ্ডল বলেন, ‘নিষেধাজ্ঞা চলাকালীন সরকারের দেওয়া সহায়তা আরও বাড়ানো হলে তাদের দারিদ্র্যতা দূরের পাশাপাশি জীবিকা নির্বাহ করা সহজ হতো। এই ৬৫ দিনে দুই দফায় প্রতি জেলেকে মোট ৮৬ কেজি করে চাল দেওয়া হয়ে থাকে। যা তাদের পরিবারের সদস্য তুলনায় খুবই কম বলে দাবি জেলেদের। তাই সরকারের এ সহায়তা বরাদ্দ বাড়ানো দাবি তাদের।’
এবারও নিষেধাজ্ঞা চলাকালীন সাগরের নিবন্ধিত জেলেদের জনপ্রতি জন্য প্রথম দফায় ৪৩ কেজি এবং দ্বিতীয় দফায় আবারও ৪৩ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘৬৫ দিনের এ নিষেধাজ্ঞা গভীর সাগরের মাছ ধরা জেলেদের জন্য। তবে সুন্দরবনের নদ-নদী ও খাল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।’
জেলেরা সুন্দরবনের অভ্যন্তরের নদী-খালে মাছ ধরতে পারবেন বলেও জানান মৎস্য কর্মকর্তা।