রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দেশজুড়ে মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও তাঁর মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। সারা দেশের কর্মসূচির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা।
মো. আফজাল হোসেন, ভোলা : ভোলা জেলার একাধিক সাংবাদিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকেরা এসব কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা নতুন বাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মানববন্ধনে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকসহ সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহিন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিনসহ প্রমুখ। এদিকে একই সংগঠনের ব্যানারে ভোলার বোরহানউদ্দিন, লালমোহনসহ বিভিন্ন উপজেলায় একই সময় মানববন্ধন ও প্রতিবাদসভা হয়েছে।
সাইফুল ইসলাম সজল, যশোর : যশোরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন যশোর সদর উপজেলা শাখার সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহনির্বাহী পরিচালক মনোয়ার হোসেন জনি।
এবিএম ফজলুর রহমান, পাবনা : পাবনা প্রেসক্লাবের লাগাতার তিনদিনের কর্মসূচির শেষ দিনে আজ দুপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। পাবনায় কর্মরত সংবাদকর্মীরা এতে অংশগ্রহণ করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে জেলায় কর্মরত সাংবাদিকেরা প্রেসক্লাবে এসে জমায়েত হন। বেলা ১১টার দিকে তাঁরা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কে প্রতীকী অনশন শুরু করে। দুপুর ২টায় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি জুস পান করিয়ে সাংবাদিকদের অনশন ভঙ্গ করান।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ অনেকে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামের ওপরে হয়রানিমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শাস্তি দাবি করেন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আজ দুপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জহিদ হোসেনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, সোহরাব হোসেন, মাহমুদুর রহমান মুন্না প্রমুখ।
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জে আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ।
ফারুক হোসেন, দিনাজপুর : দিনাজপুরে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকেরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক গোলাম নবী দুলাল, ফটো জার্নালিস্ট গোলাম মোস্তফা, রতন সিং, আবুল কাসেম, শাহ আলম শাহী, রফিকুল ইসলাম ফুলাল, রাজিউর রহমান রাজু প্রমুখ।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : জয়পুরহাটের বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বেলা ১১টা ও দুপুর ১২টায় জেলা শহরের জিরো পয়েন্টে গণমাধ্যমকর্মী সমাজ ও জেলা বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের নেতা অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, কমরেড আব্দুর রশীদ, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
মো. আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ : মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব। আজ সকালে আশুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ শাখার নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আশুগঞ্জ শাখার সভাপতি আলী আজম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবু আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাবুল শিকদার, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।
কে এম সবুজ, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।
রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ আরও অনেকে। মানববন্ধনে সাংবাদিকদের সংগঠনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাগুরা প্রেসক্লাব। আজ দুপুরে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে। এ সময় মানববন্ধনে সব উপজেলার সাংবাদিকসহ সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মকলেছুর রহমান প্রমুখ।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : নরসিংদীতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। আজ সকালে নরসিংদী প্রেসক্লাবের উদ্যোগে গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধন করে। মানববন্ধনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকেরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় রোজিনা ইসলামের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মাখন দাশ, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, সাবেক সভাপতি নিবারন রায়, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, সহসাধারণ সম্পাদক আহাদুল হক সমির, হলদর দাশ, সাংবাদিক সঞ্জিত সাহা, আসাদ্দুজামান রিপন প্রমুখ।
মহব্বত হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলে মানববন্ধন করা হয়েছে। আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন সুজনের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহসভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, মানবাধিকারকর্মী মাহমুদা শেলী, অ্যাডভোকেট হোসনে আরা বেবী, সুজনের সদস্য আবু রায়হান, আল রুহী প্রমুখ।