প্রিয় পজিশন তিনেই ফিরছেন সাকিব
বরাবরই তিন নম্বর পজিশনে ব্যাট করতে পছন্দ করেন সাকিব আল হাসান। কিন্তু ঘরের মাঠে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হুট করে বদলে দেওয়া হয় তাঁর পজিশন। তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে সুযোগ করে দিতে চারে ব্যাট করতে হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে।
কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি শান্ত। তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই ছিলেন চরম ব্যর্থ। এমন পারফরম্যান্সের কারণে কিউই সফরে থাকলেও খেলা হয়নি সংক্ষিপ্ত ফরম্যাটে। এবার বাদ পড়লেন স্কোয়াড থেকেই। শান্ত বাদ পড়ায় নিজের পছন্দের পজিশনেই ফের দেখা যাবে সাকিব আল হাসানকে।
একদিন বাদেই ঘরের মাঠে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মূল লড়াইকে সামনে রেখে আজ শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে সাকিবের পজিশন নিয়ে প্রশ্ন করা হলে এক কথায় তামিম উত্তর দেন, ‘সাকিব তিন নম্বরে ব্যাট করবে।’
এরপর সাকিবের প্রিয় পজিশনে ফেরা নিয়ে নিজের প্রত্যাশা জানান অধিনায়ক, ‘প্রত্যাশা অবশ্যই বেশি(সাকিবকে নিয়ে) থাকবে। তবে মনে রাখতে হবে, সাকিব বিশ্বকাপে যা করেছে, সেটা ব্যতিক্রমী। আমি তো চাইব, প্রতি ম্যাচেই অমন হোক, সেও চাইবে। তবে এটা তো প্রতি ম্যাচে সম্ভব না। একটা ছেলে ৮-৯ ম্যাচে ৬০০ রান করে ফেলেছে, এটা তো আসলে সচরাচর দেখি না। দুশ্চিন্তার ব্যাপার নেই। আমি নিশ্চিত, সে ভালো করবে।’
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।