আশুগঞ্জে ১০ কেজি গাঁজাসহ প্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা টোলপ্লাজা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আজ শুক্রবার দুপুরে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আক্কাছ আলী এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আব্দুস ছাত্তারের (২৭) বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে।
র্যাব সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে র্যাব আশুগঞ্জের গোলচত্বর যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আব্দুস সাত্তারকে (২৭) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আসামি জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে বিক্রি করেন। গাঁজার এই চালানটি নরসিংদীর জনৈক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে তিনি স্বীকার করেন।
অভিযুক্ত আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।