প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার
বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামের কুয়েতপ্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রিজওয়ানুল ইসলাম রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’
নিহতরা হচ্ছেন নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তাদের সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)।
পুলিশ ও নুর মোহাম্মদের ছোট ভাই আব্দুল খালেক জানান, নিজের শয়নকক্ষে মাজেদা ও তাঁর ছোট সন্তান নুরির লাশ এবং বড় মেয়ে রাফির লাশ পাশের আরেকটি কক্ষে পড়েছিল। নুর মোহাম্মদ এখন প্রবাসে রয়েছেন।
আব্দুল খালেক জানান, সারাদিন মাজেদার ঘরের দরজা বন্ধ ছিল। কোনো সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যা ৭টায় ঘরের পিছনের জানালা দিয়ে উঁকি দিয়ে লাশ দেখতে পান। বিষয়টি লামা থানাকে জানানো হয়। রাত সোয়া ৮টায় পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে লাশগুলো উদ্ধার করে।
লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), লামা পৌরসভার মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এএসপি মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।