ওটিটিতে সিনেমা মুক্তি : সম্ভাবনা একাই দেখছেন অনন্য মামুন
এবারের ঈদে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। ভারতে তুলনামূলকভাবে কম জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়ে ভিউয়ের রের্কড গড়েছেন বলিউড ভাইজান। মুক্তির প্রথম দিনে সিনেমাটিতে দেখেছেন ৪২ লাখ দর্শক। এই হিসাবের দিকে তাকালে সিনেমার দর্শক আর ব্যবসায়ের বিষয়টি একদম পরিষ্কার হয়ে যায়।
করোনা পরিস্থিতির কারণে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেওয়াকে এখন নতুন ট্রেন্ড ও সম্ভাবনা হিসেবে দেখছে বিশ্বের শীর্ষ চলচ্চিত্র বাজারগুলো। সে তালিকায় যোগ দিতে দেখা গেছে পার্শ্ববর্তী কলকাতার সিনেমাকেও।
তবে, সে পথে হাঁটতে যেন নারাজ ঢালিউড। দেশের দর্শক এখনও ওটিটি প্ল্যাটফর্মে অভ্যস্ত নয়, বড় বাজেটের সিনেমার ব্যাবসায়িক ঝুঁকি—এসব একাধিক অজুহাতে এখনই ওটিটি প্লাটফর্মে সিনেমা মুক্তি দিতে চান না ঢালিউড সংশ্লিষ্টরা। অথচ কমপক্ষে ১০টির বেশি ভালো মানের সিনেমা মুক্তির জন্য প্রস্তুত থাকার পরও দীর্ঘ সময় ধরে কোনো ব্যাবসাই শুরু করতে পারেনি ঢালিউড।
তবে এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন। এ পর্যন্ত নিজের তিনটি বড় বাজেটের সিনেমা ওটিটিতে মুক্তি দিয়েছেন তিনি। যার শুরুটা করেছিলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমার মাধ্যমে।
অনন্য মামুন এনটিভি অনলাইনকে বলেন, “এবারের ঈদে আমরা ‘কসাই’ শিরোনামের একটি সিনেমা মুক্তি দিয়েছি। যেটি দেশে ওটিটিতে ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা। এটা ভালো ব্যাবসা করছে। ফেসবুকসহ সব জায়গায় দেখবেন পজিটিভ আলোচনা হচ্ছে।”
ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেওয়ার সম্ভাবনা নিয়ে অনন্য মামুনের ভাষ্য, ‘দেখুন, আগামী দুই বছর সিনেমা হলে খুলবে কি না, আমি, আপনি নিশ্চিত নই। তাই বলে বসে থাকলে তো চলবে না, বিকল্প কিছু ভাবতেই হবে। আর একটা বিষয়, শুরুতেই আপনি লাখ লাখ দর্শক পাবেন- এমন ভাবলে শুরুটা করতে পারবেন না। আপনাকে কনটেন্ট দিতে হবে, তাহলে দর্শক আসবে। আই থিয়েটারের এখন প্রতিদিন নতুন প্রায় ৩০০-৪০০ গ্রাহক আসছে। এই যে গ্রোথ এটাতে আমরা খুশি।’
ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর দর্শক কেমন- এ প্রসঙ্গে অনন্য মামুন বলছেন, ‘এভাবে আলাদা করা বলা মুশকিল। আমাদের অ্যাপ দেড় লাখ মানুষ ডাউনলোড করেছে। প্রতিদিন ২০-২৫ হাজার দর্শক অ্যাপে আসছেন। তাঁরা কোন কনটেন্ট দেখতে আসছেন, তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। তবে যে সংখ্যক দর্শক সিনেমা দেখতে আসছে, তাতে আমরা খুশি।’