খালার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গাজীপুরে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সদর উপজেলার রাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মোহাম্মদ মাহিন (৮)। সে ময়মনসিংহের ভালুকা থানার রামপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে।
জিএমপির সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান জানান, গতকাল শুক্রবার শিশু মাহিন তার খালু মোনতাজ উর রহমানের (ফরিদ) সঙ্গে জেলার সদর থানাধীন রাহাপাড়া এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। আজ দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলতে যায় সে। খেলাধুলার একপর্যায়ে সে মাঠের পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। সঙ্গী শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন এসে পুকুর থেকে মাহিমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।