দেখা করতে কারাগারে মুজাহিদের পরিবারও
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ দুপুর ১টা ৫২ মিনিটে তাঁরা কারাগারে প্রবেশ করেন।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কারা কর্তৃপক্ষের কাছে মুজাহিদের সঙ্গে দেখা করার আবেদন করা হয় বলে জানান তাঁর ছেলে আলী আহমেদ মাবরুর। আবেদনে পরিবারের ১২ সদস্যের নাম দেওয়া হয়। স্ত্রী, ছেলেমেয়েসহ এই ১২ জনই কারাগারে প্রবেশ করেছেন।
এর আগে আজই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কারাগারে দেখা করেন তাঁর পরিবারের সদস্যরা।
গতকাল বুধবার সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, শিগগিরই রিভিউ খারিজ হওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবেন আদালত।