বিস্কুটের কার্টনে দেড় লাখ ইয়াবা, আটক ২
কক্সবাজারের রামু উপজেলায় বিস্কুটের কার্টনের করে পাচারের সময় দেড় লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার মরিচ্যা বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে এসব ইয়াবা জব্দ এবং পাচারকাজে জড়িত দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. আমিন রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দা আবুল হাসেম।
আজ বিকেল ৩টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি সংবাদ সম্মেলনে জানান, মাদকের ব্যাপারে আগের মতোই জিরো টলারেন্স নীতি রয়েছে পুলিশের। চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আরও জোরদার হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।