খুলনায় ৬০০ পরিবারে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
খুলনা জেলার ফুলতলা উপজেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার ৬০০ পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ সকালে ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, সবজি ও মাছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন এবং ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মারুফুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ফুলতলা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরে একই স্থানে খুলনা জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলার ৩১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জামাদি দেন।
এ ছাড়া তিনি উপজেলার দামোদর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়ে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষ। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাগুলোতে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।