সাকা চৌধুরীর পূর্ণ রায় প্রকাশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রায়ের কপিতে সই করেন প্রধান বিচারপতিসহ অন্যরা। পরে তা আপিল বিভাগের বেঞ্চ অফিসারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়।
আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এ কথা জানিয়েছেন।
রায়ের কপি এখন ট্রাইব্যুনাল, কারা কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং আসামি পক্ষকে দেওয়ার জন্য ফটোকপি করা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের রায়ের কপি লেখা শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতি। বৈঠক শেষে রায়ের পূর্ণাঙ্গ কপিতে সই করেন তাঁরা।
সাব্বির ফয়েজ আরো জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে রায়ের কপি আপিল বিভাগের বিভিন্ন শাখায় পাঠানো হবে। এসব শাখায় অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ট্রাইব্যুনাল হয়ে কারাগারে যাবে রায়ের কপি।
গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।