সাকা-মুজাহিদের রায়ের কপি ট্রাইব্যুনালে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার আবু তাহের ভূঁইয়া দুটি রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছে দেন।
এখন মৃত্যু পরোয়ানা তৈরি করে তা লাল কাপড়ে মুড়িয়ে কারাগারে পাঠাবে ট্রাইব্যুনাল।
এর আগে সন্ধ্যায় সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। সন্ধ্যায় রায়ের কপিতে সই করেন প্রধান বিচারপতিসহ অন্যরা। পরে তা আপিল বিভাগের বেঞ্চ অফিসারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে নানা আনুষ্ঠানিকতা শেষে রায়ের কপি যায় ট্রাইব্যুনালে।
গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।