দুটি নতুন রেকর্ডের সামনে সাকিব
আর মাত্র একটি উইকেট পেলেই নতুন দুটি রেকর্ড গড়বেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে বাংলাদশের সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর মাত্র একটি উইকেট প্রয়োজন বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ২৭০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। সাকিব আর একটি উইকেট পেলেই নড়াইল এক্সপ্রেসকে ছুঁয়ে ফেলবেন। মাশরাফী ২২০ ও সাকিব ২১১ ম্যাচ খেলেছেন।
আরও একটি কীর্তি গড়ার সুযোগ রয়েছে সাকিবের সামনে। আর এক উইকেট পেলেই এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশি তারকা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে পেছনে ফেলার সুযোগ রয়েছে সাকিবের সামনে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুটিতে তিন উইকেট নিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে এক উইকেট এবং দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নেন তিনি। কাল শ্রীলঙ্কার বিপক্ষে এক উইকেট নিতে পারলেই নতুন রেকর্ড গড়বেন সাকিব।